নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১৪

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৩ জনে। এ সময় নতুন করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯২৭ জনে।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৩২৮টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৭৮ জন, বেগমগঞ্জের ১৫ জন, সোনাইমুড়ীর ১১ জন, চাটখিলের দুই জন, সেনবাগের একজন, কোম্পানীগঞ্জের চার জন ও কবিরহাট উপজেলার দুই জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৮ হাজার ৯২৭ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ১৪০ জন আর বিভিন্ন উপজেলার ৫ হাজার ৭৮৭ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৩ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০০ জন।
হাসিব আল আমিন/এসএসএইচ