যশোরে ১০ পিস স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল উপজেলার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআই আলমগীর হোসেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভ ঘোষকে আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের ডান পকেট থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেন। যার ওজন ১ কেজি ১৯২.৬৯ গ্রাম এবং সিজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আটক শুভর ১০ পিস স্বর্ণের ডেলিভারি পয়েন্ট ছিল বাগআঁচড়া। আরও কে কে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত আছে তা জানতে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে মামলা করা হবে।
আরএআর