কুমিল্লায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

কুমিল্লার লাকসামে শাহিদা বেগম জান্নাত (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শ্বশুর-শাশুড়িসহ পরিবারে অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
এ ঘটনায় স্বামী সাইফুল ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ। লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ মাস আগে শাহিদা বেগম জান্নাত ও সাইফুলের বিয়ে হয়। কয়েক মাস ধরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে শাহিদা বেগম জান্নাতের বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তারা।
সকালে কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামে শ্বশুরবাড়ির নিজ ঘরে জান্নাতকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জান্নাত উপজেলার গোবিন্দপুর ইছাপুরা গ্রামের সৈয়দ আহমেদের মেয়ে।
ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে গলা ছাড়া কোথাও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। ঘটনাস্থল থেকে স্বামীকে আটক করা হয়ছে।
এমএসআর