ভারতের কারফিউ ঘিরে সতর্কতা, সুনামগঞ্জ সীমান্তে বিজিবির বাড়তি টহল

ভারতের মেঘালয় সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১২ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির টহল বাড়ানো হয়েছে। শনিবার (১০ মে) দিনব্যাপী সীমান্ত অতিক্রম না করতে বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
বিজিবি জানায়, ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ২ নম্বর ব্যাটালিয়নের আওতাধীন অঞ্চলে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি রয়েছে। বাংলাদেশ অংশে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা, পেকপাড়া ও বাগানবাড়ী সীমান্ত এসব এলাকার ঠিক বিপরীতেই কারফিউ চলছে। ফলে এপারের লোকজন যেন বিপদে না পড়ে, সেজন্য আজ দিনভর স্থানীয়দের সচেতন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই পথ দিয়ে ভারতে পাচার হচ্ছে ইলিশ, শিং মাছ, সুপারিসহ দেশীয় পণ্য। আর বাংলাদেশে আসছে গরু, পেঁয়াজ, চিনি, মসলা, চকলেট, প্রসাধনী এবং মাদকদ্রব্য। বিজিবি অনেক সময় অভিযান পরিচালনা করলেও চোরাকারবারির অনেকে বিজিবির টহল এড়িয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্তে চোরাচালান ঠেকানোর পাশাপাশি ‘পুশইন’ ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে ভারতে চলে যাওয়া রোহিঙ্গা এবং ভারতে বসবাসরত বাংলাদেশিদের পুশইন ঠেকাতে সজাগ রয়েছে বিজিবি।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ভারতের কারফিউয়ের কারণে সীমান্তবর্তী মানুষজন যাতে কোনোভাবে বিপদে না পড়ে, সেজন্য আমরা অতিরিক্ত টহল জোরদার করেছি এবং স্থানীয়দের সতর্ক করেছি।
তিনি জানান, সীমান্তে অবৈধভাবে যাতায়াত বন্ধে বিজিবি কাজ করছে। তবে সীমান্তের কিছু এলাকায় এখনও কাঁটাতারের সুরক্ষা না থাকায় কিছু মানুষ গোপনে যাতায়াতের চেষ্টা করে। সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে ১২ কিলোমিটারে বাড়তি নজরদারি চললেও বাকি এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখতে বলা হয়েছে।
তামিম রায়হান/আরএআর