‘আ.লীগের রাজনীতি শেখ হাসিনা চলে যাওয়ার পরেই শেষ হয়ে গেছে’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি যেদিন শেখ হাসিনা চলে গেছে সেই দিনই শেষ হয়ে গেছে। ফ্যাসিস্ট যখন বিদায় নেই তখন দেশে আর রাজনীতি থাকে না। তাই আওয়ামী লীগের রাজনীতি দেশে আর হবে—এটা আমরা মনে করি না।
রোববার (১১ মে) বিকেল ৫টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
অ্যাড. জয়নুল আবেদীন বলেন, বিএনপি ফ্যাসিস্টদের বিচার চায় এবং সেই বিচার হবে দৃষ্টান্তমূলক বিচার। সেজন্য এ দেশের মানুষের সমর্থন লাগবে, সাহায্য-সহযোগিতা লাগবে। আমরা প্রথম থেকেই বলেছি, সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। সঙ্গে সঙ্গে নির্বাচনও দিতে হবে। প্রায় ৯ মাস হয়ে গেলো এখনো নির্বাচনের রোডম্যাপ আমরা দেখি না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনি ব্যর্থ হন—এটা আমরা চাই না। আমরা চাই, আপনি সফলভাবে একটা নির্বাচন দেন। একটি নির্বাচনের জন্য জনগণ ১৭ বছর সংগ্রাম করেছে মাঠেঘাটে। ৬২ হাজারেরও বেশি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। সেজন্য আমরা বর্তমান সরকারকে বলছি, আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সমর্থন রয়েছে। আপনারা যত দ্রুত সম্ভব গঠনতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে দেশনায়ক তারেক রহমান খুব সহসাই দেশে ফিরে আসবেন। তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। বিএনপি জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসবে।
আরও পড়ুন
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, দলের কোনো বদনাম না হয় আপনারা সেটা খেয়াল রাখবেন। এজন্য কোনো চাঁদাবাজি, বাড়ি দখল, বালুমহাল দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকবেন। তাহলে জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে। এজন্য আপনারা এসব কর্মকাণ্ড থেকে দূরে থেকে এ দেশটাকে বাঁচাবার চেষ্টা করবেন। ফ্যাসিস্ট সরকার দেশটাকে শেষ করে দিয়ে গেছে, কিছুই রাখেনাই। দেশের ব্যাংক, বীমা যা কিছু আছে সব তারা ধ্বংস করে দিয়ে গেছে। গণতন্ত্র হলো মানুষের ভোটের অধিকার, সেটাও তারা শেষ করে দিছে। তারা দেশটাকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। সেখান থেকে দেশটাকে রক্ষা করতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সঞ্চালনায় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া বক্তব্য দেন।
এ সময় রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি দুলাল চৌধুরী, জেলা বর্তমান কমিটির আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদসহ জেলা বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে