কালীগঞ্জে কৃষকের পানের বরজ আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহের কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের ছয় বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
রোববার (১১ মে) মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার মধ্যরাতের কোনো এক মুহূর্তে বলরামপুর গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের বিমল দেবনাথ, সমীরণ দেবনাথ ও সরোজিৎ পালের ছয় বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণেও বেগ পেতে হয়েছে স্থানীয়দের।
ক্ষতিগ্রস্তা কৃষক বিমল দেবনাথ বলেন, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
সরোজিৎ পাল বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রাতে চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায়। পরে দেখি আমাদের পানের বরজে আগুন জ্বলছে। সব মিলিয়ে তিনজনের মোট প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহ আল মামুন/এএমকে