বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের কর্মবিরতি

বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ৩৫টি ব্যবসায়ী সংগঠনের কয়েক হাজার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনীয় পণ্য হওয়ায় ওষুধ ও কাঁচা বাজার খোলা রেখেছিলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি বাগেরহাট শহরের পৌর পার্কে যে বাণিজ্য মেলার আয়োজন চলছে, ব্যবসায়ীদের বাঁচাতে এই মেলা বন্ধ করতে হবে।
ব্যবসায়ীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত মেলা বন্ধ না হবে, ততক্ষণ আন্দোলন চলবে। মেলা বন্ধের ঘোষণা না দিলে আরও বড় আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।
ব্যবসায়ী শামীম বেগ বলেন, ব্যবসায়ীদের কোনো মতামত না নিয়েই একটি প্রভাবশালী পক্ষ বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে পৌর পার্কে বাণিজ্য মেলার আয়োজন করছে। যাতে এই মেলা না হয়, তার জন্য আমরা অনেক চেষ্টা করছি। তারপরও বাণিজ্য মেলার আয়োজন চলছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।
কাজী লিটন নামে আরেক ব্যবসায়ী বলেন, নানা কারণে বাগেরহাটের ব্যবসায়ীদের বেচা-কেনায় মন্দা চলছে। এর মধ্যে বাণিজ্য মেলার আয়োজন মানে, মরার উপর খাঁড়ার ঘা। আমরা বাণিজ্য মেলার আয়োজন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
আরও পড়ুন
বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শেখ মাইনুল ইসলাম মোস্তফা বলেন, সব ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমরা দোকান বন্ধ রেখেছি। এতেও যদি প্রশাসন বাণিজ্য মেলা বন্ধ না করে, তাহলে আরও বড় আন্দোলন হবে।
এর আগে গেল এক সপ্তাহ ধরে বাণিজ্য মেলা বন্ধের জন্য সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা।
শেখ আবু তালেব/এনএফ