মাদকবিরোধী পোস্টের জেরে কলেজছাত্রীর বাড়িতে আগুন, অভিযুক্ত গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়ায় সুনামগঞ্জে এক কলেজছাত্রীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ মে) রাতে জামালগঞ্জ উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে ওইদিন সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানায় এসে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঢাকা পোস্টকে বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর রাতেই ভুক্তভোগী থানায় এসে মামলা দায়ের করেন। মামলার দুই ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে জামালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তার মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, সোমবার (১৩ মে) সন্ধ্যায় মাদকসেবীদের উৎপাত সহ্য করতে না পেরে ফেসবুকে ’সুনামগঞ্জ হেল্পলাইন’ নামে একটি গ্রুপে মাদকবিরোধী পোস্ট করেন ওই কলেজছাত্রী। এরপর মধ্যরাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের ২৬ নম্বর ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরের একটি অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। তবে কেউ হতাহত হননি।
তামিম রায়হান/আরকে