শেরপুরের উন্নয়ন দাবিতে শহরজুড়ে মানববন্ধন

মেডিকেল কলেজ, রেললাইন ও বিশ্ববিদ্যালয়সহ শেরপুরের সার্বিক উন্নয়নের দাবিতে শেরপুর প্রেসক্লাবের ডাকে শহরজুড়ে প্রায় ১৪ কিলোমিটার রাস্তায় নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করে সব দল ও শ্রেণি-পেশার মানুষ।
শেরপুর জেলা শহরে বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে নাগরিক মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা জামায়াতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আওয়াল চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ, শহর বিএনপির সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রুপম, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ বিএসসি, জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক মুকছিতুর রহমান হীরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
জেলাবাসীর দাবিগুলোর মধ্যে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেললাইন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন করা হয়নি। তাই উন্নয়নে পিছিয়ে পড়া শেরপুর জেলার ন্যায্য উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার পাচঁ দফা দাবি আদায়ের জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নাগরিক মানববন্ধন কর্মসূচির ডাক দিয়ছিল শেরপুর প্রেসক্লাব। এতে জেলাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সকাল ১০টার মধ্যেই জেলা শহরজুড়ে লোকে লোকারণ্যে হয়ে পড়ে। মানববন্ধন রূপ নেয় জনসমূদ্রে।
নাইমুর রহমান তালুকদার/আরএআর