সহকর্মীর ভুলে বিদ্যুতের খুঁটিতে লাইনম্যানের মৃত্যু

কাজ শেষ হওয়ার আগেই সংযোগ দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে ফয়সাল হাওলাদার (৩০) নামে এক লাইনম্যান মারা গেছেন। শনিবার (৫ জুন) ৫টার দিকে বরিশাল নগরীর রূপাতলী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি-১ এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফয়সাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী বলেন, পাওয়ার হাউস চত্বরে মই বেয়ে খুঁটিতে ওঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল। মেরামত শেষ না হতেই বিদ্যুতের লাইনে সংযোগ দিয়ে দেন এক সহকর্মী। এতে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
সোয়া ৫টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটিতে তারের সঙ্গে ঝুলে থাকা ফয়সালের মৃতদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর