প্রাণিসম্পদ মেলায় খামারিদের বিক্ষোভ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় প্রাণিসম্পদ মেলায় বিক্ষোভ করেছেন স্থানীয় খামারিরা। স্টলে খামারিদের জন্য যথাযথ ব্যবস্থা না থাকায় শনিবার (৫ জুন) বিকেলে এই বিক্ষোভ করেন খামারিরা। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান খামারিদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রদর্শনীতে বিভিন্ন খামারিকে স্টল বরাদ্দ দেওয়া হয়। স্টলে আসা খামারিদের জন্য যথাযথ ব্যবস্থা না থাকায় খামারিরা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ঘিরে বিক্ষোভ করে রাস্তায় নেমে আসেন। তখন উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান খামারিদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সরেজমিনে দেখা যায়, ৩০টি স্টলের মধ্যে ১৪টি স্টলে ১টি করে গরু, ছাগল ও মুররি রেখে স্টল পরিচালনা করা হয়।
মেলায় আসা খামারি বেল্লাল খান, মজিবর শেখ, হারুন হাওলাদার, শাহজাহান হাওলাদারসহ অনেকেই বলেন, আমরা অনেক দূর থেকে নিজেদের খরচে মেলায় অংশগ্রহণ করেছি। কিন্তু প্রাণিসম্পদ অফিস থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত গরু-ছাগলের জন্য গোখাদ্যের কোনো ব্যবস্থা করা হয়নি। স্টলগুলো কাপড় দিয়ে করায় প্রদর্শনীতে আসা গরু-ছাগলগুলো প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আয়োজনে একটু ত্রুটি হয়েছে। খামারিদের জন্য যে ত্রুটি হয়েছিল, তা সমাধান করা হয়েছে। অংশগ্রহণকারী খামারিদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, যুবলীগ সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন গাজী প্রমুখ।
মো. আবীর হাসান/এনএ