কীটনাশক পান করে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কীটনাশক পান করে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ (৭০) আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
সন্তোষ দেবনাথ দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর সন্তোষ দেবনাথ নিজ বসতঘরে সকলের অগোচরে কীটনাশক পান করেন। পরে বিষক্রিয়ায় যখন তিনি ছটফট করছিলেন তখন তার স্ত্রী পুস্প দেবনাথ (৫৫) বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন। বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসে। তখন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের পর সোমবার (১৯ মে) বিকেলে নিজ গ্রাম তেলুঞ্জিয়াতে তাকে গার্ড অব অনার প্রদান করার কথা রয়েছে।
সন্তোষ দেবনাথের দুই ছেলেই সরকারি চাকরিজীবী। তিনি অনেক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি তার নিজ বাসায়, ঘাস মারার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যা, হার্টে ব্লক, ডায়াবেটিস, ব্লাড প্রেসারজনিত রোগে ভুগছিলেন। তার মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী পুষ্প দেবনাথ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
চয়ন দেবনাথ মুন্না/আরএআর