ছাত্রদলের কমিটি ঘোষণা, বিলুপ্তির দাবিতে একাংশের প্রতিবাদ-বিক্ষোভ

বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তবে এ কমিটিতে বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের মূল্যায়ন করার অভিযোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রদলের একাংশ।
এ সময় দ্রুত কমিটি বিলুপ্তির আহ্বান জানিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধও করেন তারা। বুধবার (২১ মে) সন্ধ্যার দিকে পাথরঘাটা শহরে এ বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।
এর আগে একই দিন বিকেল পাঁচটার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত পাঁচ সদস্যদের পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি কে এম হাসিবুল্লাহ হাসিব এবং খাইরুল ইসলাম শরিফকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বিক্ষোভ সমাবেশের বক্তব্যে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান অভি বলেন, “দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি। বিগত সময়ে ছাত্রলীগের সাথে যাদের সখ্যতা ছিল তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা দ্রুত এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণার দাবি জানাই।”
পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন আহমেদ বলেন, “উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত দিনে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, যাদেরকে আমরা দেখেছি তাদের এ কমিটিতে মূল্যায়ন করা হয়নি।”
সদ্য ঘোষিত কমিটির উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ হাসিব বলেন, দল আমাদের ত্যাগের মূল্যায়ন করেছে। ঘোষিত এ কমিটির সবাই বিগত সময়ে রাজপথে আন্দোলনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তবে সবাইকে তো আর পদ পদবী দেয়া সম্ভব নয়। দল আমাকে মুল্যায়ন করেছে। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব।”
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার রয়েছে।”
মোঃ আব্দুল আলীম/এসএমডব্লিউ