‘১৮ কোটি জনগণের ৩৬ কোটি হাতই সবচেয়ে বড় সম্পদ’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের জনগণই সবচেয়ে বড় সম্পদ। ১৮ কোটি জনগণের ৩৬ কোটি হাতই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই বিশাল মানব সম্পদকে দক্ষভাবে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও সুন্দর।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ ও ছাদ বাগান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্ততাকালে তিনি এই কথা বলেন।
এর আগে তিনি নারায়ণগঞ্জ কলেজ পরিদর্শন করেন। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ বাগান করার আহ্বান জানান জেলা প্রশাসক।
নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ ও ছাদ বাগান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি কলেজ প্রাঙ্গণে একটি ফলজ গাছ রোপণ করেন। পরে তিনি তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
জেলা প্রশাসক তরুণ সমাজকে দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা মূল প্রবন্ধ পাঠ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
এমএএস