কক্সবাজার সৈকতে ভেসে এলো আহত ডলফিন

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে একটি আহত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল শুক্রবার (২৩ মে) বিকেলে ইনানী সৈকতে ভেসে আসে ডলফিনটি। পরে বিচ কর্মী ও বন বিভাগের সহোযোগিতায় সেটিকে ছেড়ে দেওয়া হয়।
ইনানী সৈকতে দায়িত্বরত বিচ কর্মী বেলাল জানান, জোয়ারের পানিতে আহত একটি ডলফিন ভেসে আসে। বেশ কয়েকবার ডলফিনটিকে সাগরে ফেরানোর চেষ্টা করা হয়। পরে বন বিভাগের সহোযোগিতায় সেটিকে গভীর সাগরে ছেড়ে দেওয়া হয়।
ইনানীর বাসিন্দা কবির বলেন, সৈকতে জোয়ারের পানির সাথে একটি কালো রঙের ডলফিন ভেসে আসে। প্রথমে বড় মাছ মনে করেছিলাম। পরে পানি কমে গেলে দেখা যায় এটি ডলফিন।
সাইদুল ফরহাদ/আরএআর