ছাত্র আন্দোলনে ছাত্রলীগের নির্যাতন, আহতদের তালিকায় নাম নেই তামিমের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ভিডিও করায় হলে নিয়ে দুই ঘণ্টা ধরে কলেজছাত্র তামিমের ওপর নির্যাতন চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মারাত্মক আহত হন তিনি। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীতে আহতদের তালিকায় নাম ওঠেনি তামিমের।
ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনের শিকার তামিম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। তিনি দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের কৃষক আলী আসাদের ছেলে।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ জুলাই ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে আন্দোলন করেন কলেজের শিক্ষার্থীরা। এ সময় কুমিল্লা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ হামলার ভিডিও করছিলেন তামিম। এ সময় তামিমের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে কলেজ ক্যাম্পাসের কাজী নজরুল হলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দুই ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নির্যাতনে আহত তামিমকে সহপাঠীরা কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ খবর ঢাকা পোস্টসহ বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়।
কুমিল্লায় গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক দেবে সরকার। এর একটি তালিকাও প্রকাশ হয়েছে। চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ওই তালিকায় স্থান পাওয়া কুমিল্লার ৩৫৭ জনের মধ্যে নাম নেই তামিমের। তাতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
তামিম বলেন, যখন আহতদের এমআইএস কার্যক্রম চলছিল, তখন কয়েকবার কলেজে যোগাযোগ করেছিলাম। কলেজ থেকে বলছিল নেট নেই। আরেক দিন যাওয়ার পর বলে আজ আমাদের লোক পরীক্ষার ডিউটিতে। এভাবে নানা বাহানা করেছে। কলেজের আশায় থেকে কোথাও যোগাযোগ করা হয়নি। শেষে আমার নাম তালিকাভুক্তই হয়নি।
তামিমের বেশ কয়েকজন সহপাঠী জানান, তামিমকে মারধরের বিষয়টি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া কলেজ প্রশাসন যে তদন্ত কমিটি করেছে, সে কমিটি এখন পর্যন্ত তদন্তই শেষ করতে পারেনি। তামিমকে যারা মারধর করছে, তাদের কেউ বিদেশে চলে গেছে, অনেকে আত্মগোপনে।
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান বলেন, চিকিৎসার প্রয়োজন এমন তালিকা করে আহতদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। আহত তামিমের মেডিকেল সনদপত্র দিয়ে আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁঞা বলেন, তামিমের নাম তালিকায় না ওঠার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে বিষয়টি। তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা বলব বিষয়টি নিয়ে।
কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, তামিমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস সিস্টেমে আবেদন করতে হবে। তালিকা প্রকাশ হলেও যারা আবেদন করতে পারেনি, তাদের তথ্যপ্রমাণাদিসহ আবেদন করার সুযোগ রয়েছে।
আরিফ আজগর/আরএআর