‘শুধু ফলাফল নির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিকতা শেখাতে হবে’

দেশের শিক্ষাব্যবস্থার ক্রমাগত ধস ঠেকাতে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে অভিমত দিয়েছেন শিক্ষাবিদরা। শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন : শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয় শীর্ষক এক বিশেষ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় বক্তারা, প্রতি বছর শিক্ষাখাতে বাজেট বরাদ্দ না কমিয়ে বরং বাড়ানোর সুপারিশ করেছেন।
নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় পূর্বে অনুষ্ঠিত কর্মশালাসমূহের ধারাবাহিকতায় আয়োজিত শনিবারের এই জেলা পর্যায়ের কর্মশালায় জেলার বিভিন্ন স্তরের অংশীজনবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মনিনুর রশিদ। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষকবৃন্দ, জেলার সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারগণ, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ের কর্মশালাগুলো থেকে প্রাপ্ত সুপারিশ ও প্রস্তাবিত করণীয়সমূহ পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর, সমন্বিত ও বাস্তবায়নযোগ্য একশন প্ল্যান প্রণয়ন করা। এই পরিকল্পনার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষে সকল অংশীদারের সম্মিলিত মতামত ও অভিজ্ঞতা শেয়ার করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীদেরকে দেশপ্রেমের চেতনায় জাগ্রত হতে হবে। শুধু ফলাফল নির্ভর শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও বাস্তবজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলায় হবে আমাদের প্রধান লক্ষ্য।
তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে একটি সহানুভূতিশীল ও মানবিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
জাহিদুল ইসলাম বলেন, আমাদের যত সম্পদ আছে, তার মূল সম্পদ হচ্ছে আমাদের শিক্ষা। তাই আমাদের জনগণকে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মনিনুর রশিদ বলেন, শিক্ষাখাতের চলমান অস্থিরতা দূর করতে হলে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে নীতিনির্ধারকদের।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটোপাশের দাবিতে ভাইস চ্যান্সেলরের ওপর শিক্ষার্থীদের হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাখাতের এমন নৈরাজ্য দূর করতে হলে সামাজিক ও পারিবারিক স্তরের অস্থিরতাও দূর করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
এমএএস