জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের চার নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়েছে। ঘোষিত কমিটিতে নারায়ণগঞ্জের চারজন তরুণ নেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
এর মধ্যে সোনারগাঁয়ের তুহিন মাহমুদ পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব, রূপগঞ্জের ইয়াছিন আরাফাত হয়েছেন সিনিয়র সংগঠক। এ ছাড়া ছাত্রনেতা নিরব রায়হান ও রূপগঞ্জের সাইফুল ইসলাম রোমান পেয়েছেন সংগঠকের দায়িত্ব।
গত ১৬ মে রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে আহ্বায়ক ও ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ছাত্রনেতা নিরব রায়হান বলেন, ‘আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটি আমার প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, তাই এটি আমার জন্য এক বিশাল চ্যালেঞ্জ ও গর্বের বিষয়। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি—যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না শোষণ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।
তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত চারজনের মধ্যে আগে থেকেই ভালো বোঝাপড়া রয়েছে। আমরা একসঙ্গে কাজ করবো এবং নারায়ণগঞ্জের যুব সমাজকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবো ইংশাআল্লাহ।
মেহেদী হাসান সৈকত/এএমকে