সাতক্ষীরায় সকাল থেকে বৃষ্টি, বিপাকে খেটে খাওয়া মানুষ

সাতক্ষীরায় রোববার (২৫ মে) ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোর ৫টার দিকে শুরু হওয়া বৃষ্টি এক পর্যায়ে থেমে গেলেও সকাল ৭টার পর থেকে আবারও টানা বৃষ্টিপাত শুরু হয়। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
এতে করে সড়কে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে। শহরের বিভিন্ন মোড়ে ও বাজার এলাকায় দেখা গেছে মানুষের তুলনামূলকভাবে কম উপস্থিতি।
সাতক্ষীরা সদর উপজেলার বুধহাটা গ্রামের আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কাজে যাব, কিন্তু বসে আছি, যেতে পারছি না। এমন হলে আয়-রোজগার বন্ধ হয়ে যাবে।’
সকালে পানি নিতে আসা রেহেনা বেগম বলেন, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বাড়িতে পানি নেই। তাই নিতে আসলাম। কাজ তো বন্ধ রাখলে চলবে না।’
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় সবাইকে ঘরের মধ্যে অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে।’
এদিকে আবহাওয়ার এমন আচরণে দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ প্রয়োজনের তাগিদে বের হলেও ভিজে ভিজেই কাজ করতে হচ্ছে।
ইব্রাহিম খলিল/আরকে