বগুড়ায় সন্ধ্যা থেকে ১১ বিধিনিষেধ

বগুড়ায় করোনা সংক্রমণ মোকাবিলায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। শনিবার (৫ জুন) রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত ১১টি বিধিনিষেধ উল্লেখ করে এক গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। রোববার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিধিনিষেধ পালনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
শনিবার বিকেলে জেলার করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা-সংক্রান্ত জেলা কমিটির সভায় জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় লকডাউন আরোপের পরিপ্রেক্ষিতে এ জেলার জনসাধারণের স্বাস্থ্যসুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য ওই সভার সিদ্ধান্ত মোতাবেক করোনাভাইরাস বিস্তার রোধকল্পে সমগ্র জেলায় বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।
গণবিজ্ঞপ্তির ১১টি বিধিনিষেধে বলা হয়েছে―রোববার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর অতিজরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি কাজে বের হতে পারবে।
রোববার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁগুলো দোকানপাট, শপিংমলসমূহ, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, অন্যান্য বাজার ও দোকানপাট, যেখানে লোকসমাগম হয়, তা বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁগুলো কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (Takeaway / Online) করতে পারবে।
বগুড়া জেলার সব উপজেলায় সামাজিক অনুষ্ঠানসহ সব ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। জেলার সব কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। শহর বা মহল্লার রাস্তা/পাড়ার মোড়ে চায়ের দোকান, ছোট পরিসরের রেস্তোরাঁসহ এ জাতীয় সব স্থানে সাড়ে ৭টার পর বন্ধ রাখতে হবে। কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহনকারী যানবাহন চলাচল করতে পারবে। সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর/সংস্থা জরুরি পরিসেবা প্রদান করতে পারবে। জেলায় সব ধরনের সরবরাহ ব্যবস্থাপনা সচল থাকবে।
গণবিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, প্রকাশকৃত ১১টি বিধিনিষেধ যদি কেউ অমান্য করে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাখাওয়াত হোসেন জনি/এনএ