‘কারা সংস্কার চাচ্ছে আর কারা চাচ্ছে না, এটা দিবালোকের মতো স্পষ্ট’

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেছেন, কারা সংস্কার প্রশ্নে এই বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাচ্ছে, কারা সংস্কার করতে চাচ্ছে আর কারা চাচ্ছে না, এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন সংস্কার ব্যতীত যদি হয়, সেই সংস্কার বিহীন নির্বাচনের পরেও যদি কোনো ফ্যাসিস্ট আগামীর বাংলাদেশে আবার ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
গতকাল জেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে, বিচার কার্যক্রম যেভাবে ধীরে চলছে এইভাবে চললে ছাত্র জনতা মেনে নেবে না। দ্রুত বিচার আইনের মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে অনতিবিলম্বে বিচার কার্যক্রম করে একটি সমাধানের দিকে যেতে হবে। কারণ ছাত্র জনতা এখনও রাজপথে রয়েছে। শহীদ পরিবারের চোখ থেকে সন্তান হারানোর যে বেদনা তা আমরা এখনও তাদের চোখে দেখতে পাই। এখনও তাদের সাথে কথা বললে তাদের চোখ দিয়ে টলমল করে পানি পড়ে, আমরা তা সহ্য করতে পারি না।
মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— এনসিপির কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনি, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা কো-অর্ডিনেটর শহিদুর সম্রাট, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইছহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।
আরও পড়ুন
সভায় বক্তারা এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পার্টির সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেন ও বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মুত্তাছিম বিল্লাহ/এনএফ