মা হারালেন অভিনেত্রী শাহনাজ খুশি

পাবনার চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট (বালুচর) মহল্লার বাসিন্দা মরহুম খন্দকার শহিদুর রহমানের স্ত্রী, অভিনেত্রী শাহনাজ খুশির মা খন্দকার জাহানারা রহমান রোববার (৬ জুন) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি প্রায় ২৩ বছর বার্ধক্যজনিত বিভিন্ন রোগে শয্যাশায়ী ছিলেন। তিনি দুই ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খন্দকার জাহানারা রহমান অভিনেত্রী শাহনাজ খুশি ছাড়াও চাটমোহর উপজেলা আওয়ামী লীগ নেতা খন্দকার বজলুল করিম, নাট্যকার হাফিজ রেদু ও সমাজসেবক হোসনে আরা হাসির মা। এছাড়াও তিনি বিশিষ্ট নাট্যভিনেতা ও পরিচালক বৃন্দাবন দাসের শ্বাশুড়ি।
রাত ১০টায় চাটমোহর ঐতিহ্যবাহী শাহী মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। শাহনাজ খুশির সহকর্মী পাবনার নাট্যঅভিনেতা আফা ইনস্টিটিউটের পরিচালক আশরাফ হোসেন রবি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাকিব হাসনাত/এমএসআর