জামালপুরে ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুরের ইসলামপুরে খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর সদর ইউনিয়নের কাচীহারা গ্রামের আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে সরকারি চাল কেনাবেচা করছেন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে আনোয়ারের বাড়ি থেকে ৬০৩ বস্তা চাল জব্দ করা হয়।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আনোয়ার হোসেন ও তার বাড়ির লোকজন। পরে ঘটনাস্থল থেকে শুক্রবার রাত ১২টার দিকে ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ করে নিয়ে যায় প্রশাসন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন

সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (কাচিহারা) ইউপি সদস্য মোজারুল মিয়া ঢাকা পোস্টকে বলেন, গত দুই দিন ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করা হয়েছে। আমি আত্মীয়র বাড়িতে, আনোয়ারের বাড়ি থেকে চাল জব্দ করা হয়েছে কি না জানি না।
ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীনের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ ঢাকা পোস্টকে বলেন, সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে আনোয়ার হোসেনের বাড়ি থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে। আনোয়ার হোসেনের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে মামলা দায়ের করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার ঢাকা পোস্টকে জানান, সরকারি সিল সংবলিত আনোয়ার হোসেনের বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ করে উপজেলায় নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুত্তাছিম বিল্লাহ/এসএসএইচ