বেড়িবাঁধের ধসে যাওয়া মাটির মধ্যে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

ভোলার মনপুরা উপজেলায় নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ধসে যাওয়া মাটির ভেতর থেকে মো. ওমর (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল উপজেলার মনপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুলাগাজির তালুক গ্রামের রামনেওয়াজ মাছঘাট এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের জেলে মো. মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে শিশুটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল বিকেলে মেঘনা নদীর তীরবর্তী রামনেওয়াজ মাছঘাট এলাকায় স্থানীয়রা বেড়িবাঁধের ধসে যাওয়া অংশে শিশুর পা দেখতে পান। পরে মাটি সরিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ঢাকা পোস্টকে বলেন, ধারণা করছি শিশুটি বেড়িবাঁধের ওপর খেলতে গিয়েছিল। অতিবৃষ্টির কারণে মাটি ধসে শিশুটি মাটি চাপা পড়ে মারা যায়।
খাইরুল ইসলাম/এনএফ