নিখোঁজ বিড়াল খুঁজে পেতে মাইকিং, সন্ধান মিলল ৩ দিন পর

পিরোজপুর সদর উপজেলার ইয়াসিন আহমেদ সজীব বছর খানেক আগে লালন-পালন শুরু করেন পার্শিয়ান জাতের সাদা রঙের একটি বিড়াল। আদর করে বিড়ালটির নাম রাখে ফ্লোপি। গত বুধবার (২৮ মে) দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাসা থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর থেকে বিড়ালটির শোকে দিশেহারা হয়ে পরেন সজীবের পুরো পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে না পেয়ে রীতিমতো পুরস্কার ঘোষণা করে এলাকাজুড়ে মাইকিং করেন তারা। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। এর তিন দিন পর শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে বিড়ালটি খুঁজে পান মালিক।
বিড়ালটির মালিক ইয়াসিন আহমেদ সজীব বলেন, গত বুধবার দুপুরের দিকে আমার বিড়ালটি বাসা থেকে হারিয়ে যায়। আশপাশের বিভিন্ন স্থানে খুঁজেও না পাওয়ার পরে বিড়ালটির সন্ধান পেতে স্থানীয় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ এলাকাজুড়ে মাইকিং করে বিড়ালটি খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করি। আজ রাত সাড়ে ৯টার দিকে মাইকিং শুনে মো. শাহিন নামে এক লোক বিড়ালটি বাসায় এসে দিয়ে যান।
সজীব আরও বলেন, বিড়ালটি আমার খুব প্রিয় ছিল। মাইকিংয়ের সময় বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়ার কথা বলেছি, তাকে পুরস্কৃতও করেছি। আমার বিড়ালটি খুঁজে পেতে যারা যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে ঢাকা পোস্টকে ধন্যবাদ জানাই, কেনানা আমার বিড়ালটি হারিয়ে যাওয়ার পরে ঢাকা পোস্ট সংবাদ প্রকাশ করেছে।
খোঁজদাতা মো. শাহিন বলেন, আজ সন্ধ্যার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে একটি ছেলেকে বক্সের মধ্যে করে বিড়ালটিকে নিয়ে যেতে দেখি। মাইকিংয়ে বিড়ালটি হারিয়ে যাওয়ার কথা শুনেছিলাম, তাই বিড়ালটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিলাম। বিড়ালটি ফিরিয়ে দিতে পেরে আমার বেশ ভালো লাগছে।
উল্লেখ্য, বিড়ালটি সজীবসহ তার পরিবারের একজন প্রিয় সদস্য ছিল। বিড়ালটির দাম প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আদর করে তারা বিড়ালটির নাম রেখেছিলেন ফ্লোপি। বিড়ালটিকে হারিয়ে তাদের পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছিল। আজ বিড়ালটিকে খুঁজে পেয়ে পরিবারে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।
শাফিউল মিল্লাত/এএমকে