বাউফলে সংবাদ সম্মেলনে হামলা, চারজনকে লাঞ্ছিত করার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের অপসারণ দাবিতে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন বহিরাগতদের হামলায় পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় দুই নারী নেত্রীসহ অন্তত চারজনকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বিকেলে বাউফল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন আহ্বান করেন আন্দোলনের সমন্বয়কারী সিয়াম আহমেদ।
সংবাদ সম্মেলন শুরুর আগেই ইউএনও অফিসের পিয়ন শ্যামল চন্দ্র প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এরপর সম্মেলন শুরু হলে কয়েকজন বহিরাগত যুবক ব্যানার ছিঁড়ে ফেলে ও অনুষ্ঠান বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবারও হামলা চালিয়ে লিখিত বক্তব্য ছিনিয়ে নেয় তারা।
পরে ইউএনওর নিরাপত্তায় থাকা ২০-২৫ জন আনসার সদস্য ও ২০-২৫ জন গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের গেটের বাইরে চলে যেতে বলেন। এসময় তাদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে আনসার সদস্যরা নেত্রী শাহনাজ, আয়শাতুন্নেছা বর্ষা, সিয়াম আহমেদ ও শুভ চন্দ্রশীলকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফলের নেতা শুভ চন্দ্রশীল বলেন, সম্প্রতি ইউএনও একজন সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করেন। তার অপসারণ দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলন করছিলাম। অথচ ইউএনওর ইন্ধনে বহিরাগতরা আমাদের ওপর হামলা করে এবং সম্মেলন পণ্ড করে দেয়।
আরও পড়ুন
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, এরকম কিছু ঘটেও নাই, এরকম কিছু জানাও নাই। ওকে।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, এ বিষয়ে আমি কোনো কিছু জানি না ,আমি খোঁজ নিয়ে দেখবো।
আরিফুল ইসলাম সাগর/এনএফ