গরু-মহিষ-ছাগলের জন্য আবাসিক হোটেল

যশোরের কেশবপুর উপজেলা শহর থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়কে ঢুকেই পশুহাটের উত্তর পাশে স্থানীয় আব্দুল মজিদের টিনের ছাউনির বিশাল একটি বাড়ি। ভোরে সূর্য উঠতেই বাড়ির ভেতর থেকে বের করা হয় বড় বড় গরু-মহিষ। বাড়িটিকে ঘিরে গড়ে ওঠা স্থানীয় আব্দুল মমিনের চায়ের দোকানেও সরগরম অবস্থা। আলোচনা বিভিন্ন হাটের পশুর দাম নিয়ে। এমন চিত্র পশুর জন্য গড়ে তোলা আবাসিক হোটেলের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দূর-দূরান্ত থেকে হাটে নিয়ে আসা গরু-মহিষ-ছাগলের রাত্রিযাপনের জন্যই মূলত আব্দুল মজিদ গড়ে তুলেছেন আবাসিক হোটেল।
হোটেলটির ভেতরে প্রবেশ করে দেখা যায়, বিশাল আকৃতির ঘরে চার সারি গরু রাখা ও খাওয়ার জন্য নান্দা, দড়ি বাঁধার হুক, গোসলের ব্যবস্থা। এছাড়াও খাবার হিসেবে কুড়া, ভুসি, খৈল, খুদের ভাত ও বিচালি।
ফরিদপুরের গরু ব্যবসায়ী করিম মোড়ল বলেন, হাটে গরু কিনে রাতে গাড়ি লোড করা কষ্টকর, এজন্য এই এলাকা থেকে গরু কিনলে এই হোটেলে রাত রেখে পরদিন সকালে গন্তব্যে নিয়ে যাই। এতে টাকার বিনিময়ে গরুর সব ধরনের খাবারও এই হোটেল থেকে কিনতে পারি। এমনকি গোসলের সুবিধা ও নিজেরাও থাকার সুবিধা পেয়ে থাকি। দূর-দূরান্তের ব্যবসায়ীদের কাছে আব্দুল মজিদের এই হোটেল ব্যবসা নয় বরং সেবা বলেই পরিচিত।
হোটেলে আসা বাগেরহাটের আব্দুর রহমান বলেন, আমি এই হোটেলের জন্মলগ্ন প্রায় ১০ বছর আগে থেকেই গরু রাখি। বিভিন্ন হাটে গরু বিক্রি না হলে সে সব গরু এই হোটেলে রাখা হয়। এতে গরুপ্রতি ৪০-৫০ টাকা খরচ হলেও অনেক সুবিধা হয়।

পশুর হোটেলটির মালিক আব্দুল মজিদ বলেন, বছর দশেক আগে ১০-১২টি গরু-মহিষ রাখার মতো ছোট একটি হোটেল চালু করি। তবে চাহিদা বহুগুণে বেড়ে যাওয়ায় প্রায় পাঁচ বছর আগে ১৯ শতাংশ জমির ওপরে ৭১টি গরু, মহিষ ও ছাগল রাখার পরিসর নিয়ে হোটেল তৈরি করি। বর্তমানে সপ্তাহের দুই হাটবারকে কেন্দ্র করে ২৫-৩০টি গরু থাকে। এছাড়াও বাইরের জেলা ও স্থানীয় কসাইদের কেনা ৫-৭টি গরু নিয়মিতভাবে থাকে। তবে ঈদের সময় গরুর চাপ বাড়লে ৭১টি ক্যাপাসিটির এই হোটেলে শতাধিক গরু-মহিষ রাখতে বাধ্য হই।
তিনি আরও বলেন, এই হোটেলের মাধ্যমে মাসে অন্তত ২৫-৩০ হাজার টাকা আয় করি। আগামীতে হোটেলটি আরও বড় করার ইচ্ছা আছে।
আরএআর