যানজট নিয়ন্ত্রণে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে বুধবার (৪ জুন) রাত থেকে শুরু হয়েছে সেনাবাহিনী ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের যৌথ টহল কার্যক্রম।
পথে যানজট, চুরি, ছিনতাই কিংবা ডাকাতির মতো যেকোনো অপরাধ ঠেকাতে রাতভর মহাসড়কে টহল দিচ্ছে যৌথবাহিনী। টহলের আওতায় মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়, সেতুর উভয়পাড় ও ব্যস্ত রুটগুলোতে চলছে তৎপরতা।
আরও পড়ুন
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদের সময়ে সাধারণত ঘরমুখো মানুষের চাপ বেশি থাকে। তাই আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে আমরা কাজ করছি, যাতে কোথাও কোনো যানজট বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানিয়েছে, গত রমজানের ঈদের দিনগুলোতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল অভিযান চলমান থাকবে।
এসএসএইচ