রাতেও সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ, নেই যানজট

ঈদযাত্রার ভিড়েও সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমাংশ ও মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। বাড়তি যানবাহনের চাপ থাকলেও সড়ক ছিল চলাচলের উপযোগী, ফলে স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন ঘরমুখো মানুষ।
সিরাজগঞ্জ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর, কড্ডার মোড় ও সেতু এলাকা ঘুরে দেখা গেছে, মহাসড়কে বিভিন্ন রুটের যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করছে স্বাভাবিকভাবে। পণ্যবাহী যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম।
যমুনাস সেতু পার হতে পারলেই আর কোনো যানজট নেই সিরাজগঞ্জের মহাসড়কজুড়ে। রাতেও যানবাহনের বাড়তি চাপ থাকা সত্ত্বেও নির্বিঘ্নে স্বাভাবিক গতিতে বাড়ি ফিরতে পারছে মানুষ। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন
ঢাকা থেকে উত্তরবঙ্গে আসা এসআই বাসের চালক মো. শাহিন খান বলেন, যমুনা সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বরে এক টানে এসেছি। যানজটের কবলে থাকতে হয়নি।
গার্মেন্টস কর্মী রোজিনা খাতুন বলেন, যমুনা সেতুর পূর্ব পাড়ে ভালোই জ্যাম রয়েছে। তবে যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে জ্যাম পাইনি।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদের আগের দিনগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও সঠিক ব্যবস্থাপনায় এখন পর্যন্ত যানজট হয়নি।
নাজমুল হাসান/এসএসএইচ