টিকিট পেতে ভোগান্তি, চাপ বাড়লেও নেই জট

ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও নেই যানজট। যাত্রা পথে টিকিট নিয়ে বিড়ম্বনা থাকলেও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন মানুষজন।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ১টার দিকে মহাসড়কের ফেনীর মহিপালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
পারভেজুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ঢাকা থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত আসতেই প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। বাকি পথে আর কোনো সমস্যা হয়নি। তবে বাসের টিকিট পেতে খুব বেশি কষ্ট করতে হয়েছে। ঢাকা-ফেনী রুটে শুধু একটি নির্দিষ্ট পরিবহনের কারণে মানুষের ভোগান্তি চরমে। গাড়ির তুলনায় কাউন্টারে যাত্রীর চাপ অনেক বেশি।
সাজ্জাদ হোসেন নামে ঢাকা থেকে আসা আরেক যাত্রী বলেন, সড়কে গাড়ির চাপ বেশি হলেও টিকিটের জন্য কষ্ট করতে হয়েছে। ফেনী পর্যন্ত পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা সময় বেশি লেগেছে। দাউদকান্দি ব্রিজের পর সড়ক প্রায় ফাঁকা ছিল। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই অনেক অপেক্ষা আর দুর্ভোগের পর বাড়ি ফেরা।
আবদুল হাই নামে এক বাস চালক বলেন, মহাসড়কের ফেনীর ২৬ কিলোমিটার সড়কে মহিপালে ছয় লেনের ফ্লাইওভারের কারণে যানজট অনেকটাই কমেছে। এ ফ্লাইওভার দিয়ে দূরপাল্লার যানবাহনগুলো দ্রুত চলাচল করছে। ফ্লাইওভারের নিচ দিয়ে আঞ্চলিক গাড়িগুলো জেলা পর্যায়ে চলাচল করছে। এতে আগের মতো ভোগান্তি পোহাতে হচ্ছে না।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মহাসড়কের ফেনীর ২৬ কিলোমিটার অংশে যানজট নেই। মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরা নিশ্চিতে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক যানজটমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে।
তারেক চৌধুরী/এসএসএইচ