বল খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নোয়াখালীর সদর উপজেলায় বল খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। হঠাৎ এই দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামের জান মিয়া বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামের জান মিয়ার বাপের বাড়ির সৌদি প্রবাসী ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২) এবং অন্যজন এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের সৌদি প্রবাসী নুরুদ্দিনের ছেলে মো. সিয়াম (২)।
স্থানীয়রা জানান, শিশু দুটি দুপুরের দিকে বসতঘরের সামনে বল নিয়ে খেলা করছিল। খেলতে গিয়ে বল পানিতে পড়ে যায়। পরে বলটি কুঁড়িয়ে নিতে গেলে একে একে দুজনেই পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে স্বজনরা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন রুবেল ঢাকা পোস্টকে বলেন, বল খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আমরা গভীর শোকাহত। পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ নেই বিধায় জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।
নিহতের আত্মীয় আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, ঈদের আগেই নেমে এলো আমাদের পরিবারের ওপর গভীর শোকের ছায়া। পরিবারের প্রতিটি সদস্য এখন শোকে নিস্তব্ধ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
হাসিব আল আমিন/এমএ