গাইবান্ধায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) বিকেল ৪টার দিকে পলাশবাড়ি উপজেলার মহদিপুর ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের দোকানঘর নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো।
নিহতরা হলেন, ওই উপজেলার খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), একই গ্রামের ওয়াদুদ প্রানের ছেলে ইউনুছ (২০) ও নছুর উদ্দিনের ছেলে অটোচালক গনি মিয়া (৪০) এবং হারুন মিয়ার ছেলে নিরব (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক পলাশবাড়িগামী ওই ব্যাটারিচালিত অটোরিকশাটি দোকানঘর নামক স্থানে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় নীরব মিয়াকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পীরগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।
পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
রিপন/এমএএস