ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভাসছিল ৬০ যাত্রী

লক্ষীপুর থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভাসতে থাকা ট্রলারের মাঝিসহ ৬২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশীদ।
তিনি বলেন, শুক্রবার (৬ মে) সকাল ১০টার দিকে লক্ষীপুরের মজুচৌধুরী ঘাট সংলগ্ন এলাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। ট্রলারটি মাঝেরচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভাসতে থাকে। বিষয়টি ট্রলারে থাকা এক যাত্রী কোস্টগার্ডকে জানালে কোস্টগার্ডের ভোলা ইলিশা স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২ জন মাঝি ও ৬০ জন যাত্রীকে উদ্ধার করে বোটযোগে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশীদ আরও বলেন, অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইলিশা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। কোস্টগার্ড ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
খাইরুল ইসলাম/এমএএস