সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় পানিতে ডুবে ইমন (১৬) নামে এক কিশোর পর্যটক মারা গেছেন। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমন সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের লালাদিঘীর পাড় এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক অভিরঞ্জন দেব।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাদাপাথরে ঘুরতে গিয়ে পানিতে নামেন। সাঁতার না জানায় স্রোতের তোড়ে হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি। এরপর তার বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার উদ্ধারে অংশ নেওয়া জাহাঙ্গীর আহমদ ও শিপন জানান,আমরা সাঁতার কাটছিলাম, এমন সময় ৭-৮ জনের একটি দল মাঝ নদীতে চলে যায়। হঠাৎ একজন পানিতে ডুবে যায়। নৌকা দিয়ে খোঁজ করেও পাইনি। পরে সবাই মিলে ডুব দিয়ে তাকে উদ্ধার করি।
এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার। তিনি ঢাকা পোস্টকে জানান, আমাদের পক্ষ থেকে গ্রাম পুলিশের মাধ্যমে বারবার মাইকিং করে সতর্ক করা হয় যে বা যারা সাঁতার জানেন না তারা যেন পানিতে না নামেন। জানতে পেরেছি, নিহত কিশোর সাঁতার জানত না।পর্যটকদের নিজ থেকে আরও বেশি সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
মাসুদ আহমদ রনি/এমএএস