দোগাছী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

পাবনা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘প্রাণের টানে প্রিয় প্রাঙ্গণে’ স্লোগানে বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের উপস্থিতিতে সোমবার (৯ জুন) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের প্রথম পর্ব শুরু হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেন। এরপর সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, গিভেন্সি গ্রুপের মালিক খতিব আব্দুল জাহিদ মুকুল, ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির, ঢাকা সিটি কর্পোরেশনের আয়কর কর্মকর্তা (অব.) ইউসুফ আলী সরদার, দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু খান মোস্তফা বাচ্চু প্রমুখ বক্তব্য দেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট সমাজসেবক ইউসুফ আলী সরদারের সভাপতিত্বে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ফিরোজ আলী মণ্ডল ও পাবনা বিশেষ জজ আদালতের পেশকার মহব্বাত আলী আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক নাসিমা খানম, রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শফিউল আজম, জয়পুরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আবু খান শাহীন কনক, হাইকোর্টের আইনজীবী শহীদুল্লাহ জাকির, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান, পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবু শাহীন, দোগাছী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রিজিনা সুলতানা, ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন চিথুলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন আল আমিন। গীতাপাঠ করেন লোহাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন জোয়ার্দ্দার।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নাচে-গানে মেতে ওঠেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পুনর্মিলনী উৎসব যেন মিলনমেলায় পরিণত হয়।
আরএআর
