ফের দিনাজপুর সীমান্তে নারীসহ ১৩ জনকে বিএসএফের পুশ ইন

দিনাজপুর সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ জুন) ভোরে জেলার বিরল উপজেলার এনায়েতপুর বিওপির সীমান্তে এই পুশ ইনের ঘটনা ঘটে।
পুশ ইনের শিকার ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও ৯ জন শিশু। তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবির টহল দল। পরে তাদের ক্যাম্পে নেওয়া হয়। তাদের নাম ও পরিচয় যাচাই–বাছাই করা হচ্ছে।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশ ইনের ঘটনা বেড়েছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর সীমান্তেও এ ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সতর্কভাবে সীমান্ত পাহারা দিচ্ছি এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। আটককৃত ব্যক্তিদের নাগরিকত্বের তথ্য যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করা হবে। এই সীমান্ত দিয়ে এর আগেও ৫৭ জনকে পুশ ইন করে বিএসএফ।
এএমকে