অপহরণ করে রিহ্যাবে রাখা হয় কিশোরকে, ৭৪ দিন পর উদ্ধার করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ীতে নুহাশ আজিজ (১৬) নামে এক কিশোরকে অপহরণের ৭৪ দিন পর উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ জুন) রাজধানীর একটি রিহ্যাব সেন্টার থেকে তাকে উদ্ধার করে জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দি সেনা ক্যাম্প। নুহাশ আজিজকে রাতেই তার পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
নুহাশ আজিজ সরিষবাড়ীর জগন্নাথগঞ্জ এলাকার মৃত মতিউর রহমান ও শামীমা আফরোজ রুনা দম্পতির ছেলে।
তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২৬ মার্চে সাইদা দিল আফরোজ ও তার মেয়ের জামাই লিটন অধিকারী মিলে রাজধানীর একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঢাকার উত্তরা কামারপাড়া একটি ভাড়া বাসা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যান। এরপর তাকে অপহরণ করে মাদকাসক্তের অভিযোগে রাজধানীর গ্রিন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন। অপহরণের পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার মা শামীমা আফরোজ বাদী হয়ে প্রথমে ঢাকা উত্তরা পশ্চিম থানা এবং টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ করেন। পুলিশ দীর্ঘ সময়ে তার কোনো সন্ধান না পেলে পরবর্তীতে জামালপুরের সরিষাবাড়ি তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত ওই কিশোরের অবস্থান শনাক্ত করে। পরে পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় ঢাকার মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করে। রাতেই তারাকান্দি অস্থায়ী আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে উদ্ধার হওয়া ওই স্কুলছাত্রকে তার পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
নুহাশ আজিজের মা শামীমা আফরোজ জানান, ঢাকার উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেছিলাম। পরে তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ করি। গতকাল রাতে সেনাবাহিনী নুহাশকে উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে।
তারাকান্দি অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত ঢাকা পোস্টকে জানান, নুহাশ আজিজ নামে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থা শনাক্ত করে অপহৃত স্কুলছাত্রকে রাজধানীর গ্রিন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুত্তাছিম বিল্লাহ/আরএআর