অটোরিকশার ধাক্কায় মা-বাবার সামনে প্রাণ গেল শিশুর

ফরিদপুরের মধুখালীতে মা-বাবার সামনেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেছে রাইসা নামে ছয় বছরের এক শিশু কন্যার। বুধবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইসা মাগুরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের শওকত মোল্লার মেয়ে।
জানা গেছে, রাইসা তার বাবা-মায়ের সঙ্গে নানা বাড়ি থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিল। পথে বাগাট বাজার এলাকায় পেছন দিক থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে রাইসা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
রাইসার বড় চাচা সাগর (২৩) ভ্যানটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনিও আহত হন। স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় রাইসা তার বাবা-মায়ের সঙ্গে ভ্যানে ছিল। পেছন থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, পরিবারের অনুরোধে শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোচালক জিয়াউর রহমানকে (৩৫) আটক করা হয়েছে এবং তাকে মধুখালী থানায় রাখা হয়েছে।
জহির হোসেন/আরকে