যাত্রী থেকে বেশি ভাড়া আদায় করায় বলেশ্বর পরিবহনকে গুণতে হলো জরিমানা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। কর্মস্থলে ফিরে আসার সময় যাত্রী থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে বাগেরহাটের বলেশ্বর পরিবহনেরকে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ জুন) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীলের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বলেশ্বর পরিবহন যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছিল। এসব যাত্রীরা ঈদের ছুটি উপলক্ষ্যে বেড়াতে এসেছিল। পরিবহনটি বাগেরহাট থেকে চট্টগ্রামগামী প্রত্যেক যাত্রী থেকে এক হাজার ৬০০ টাকা ভাড়া আদায় করছিল। কিন্তু এ রুটে বিআরটিএ নির্ধারিত ভাড়া এক হাজার ১০০ টাকা। অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে পরিবহিনটিকে জরিমানা করা হয়েছে।
এছাড়াও অন্যান্য পরিবহন কাউন্টারেও অভিযান চালানো হয়েছে। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে বিআরটিএ নির্ধারিত ভাড়া নেওয়ার জন্য বলা হয়েছে। যাত্রীদেরকেও নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
অভিযানের সময় বিআরটিএ বাগেরহাট কার্যালয়ের পরিদর্শক ওমর ফারুক ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেখ আবু তালেব/এসআইআর