আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

নড়াইলের কালিয়ায় ট্রলির ধাক্কায় ইজিবাইকের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টার দিকে খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের কালিয়া বড়দিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলার বড়কালিয়া ব্যাপারিপাড়ার জাফর মুন্সি (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর মুন্সি ও তার স্ত্রী নিজ বাড়ি থেকে ইজিবাইক যোগে বড়দিয়া মহাজন এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে ইজিবাইকের সামনে দিয়ে একটি বালুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে বসে থাকা জাফর ও তার স্ত্রী চাপা পড়েন। তখন ইজিবাইক চালকের চিৎকারে স্থানীয় পথচারীরা ছুটে এসে তাদেরকে দ্রুত উদ্ধার করেন। পরবর্তীতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় জাফর ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা রয়েছে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান নিহতের ঘটনা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঢ্রলি আটক করা হয়েছে। ট্রলির মালিককে আটকের চেষ্টা চলছে।
আরএআর