শ্বাসনালীতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে শ্বাসনালিতে খিচুড়ি আটকে অরি দাস নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
অরি দাস ফেনী জেলার কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির ছেলে। ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে শিশুটি লক্ষ্মীপুরে নানার বাড়িতে বেড়াতে আসে।
আরও পড়ুন
প্রতিবেশী স্বর্ণা দাস বলেন, ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়। পরে অরিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শিশুটির এমন মৃত্যুতে বাকরুদ্ধ ওই পরিবার।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত তা শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এজন্য মাকে সতর্ক থাকতে হবে। কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য সহকারে খাওয়াতে হবে।
হাসান মাহমুদ শাকিল/আরএআর