‘দুর্ভোগ ছাড়াই ফিরছি, তবে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে’

ঈদুল আজহার ছুটির শেষ দিনে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঘাট পার হয়ে তাদের গন্তব্যে যেতে পারছেন। তবে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চ ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা বাস, মাহেন্দ্র, থ্রি হুইলার, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে দৌলতদিয়া এসে তারা লঞ্চে পার হয়ে পাটুরিয়াতে যাচ্ছেন। প্রত্যেকটি লঞ্চ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে। পাঁচ মিনিটের মধ্যে যাত্রী বোঝায় করে ছেড়ে যাচ্ছে লঞ্চ। ঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা কাজ করছেন। নৌপুলিশের পক্ষ থেকে হ্যান্ড মাইক দিয়ে যাত্রীদের সতর্ক করা হচ্ছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাটে কথা হয় ঢাকাগামী যাত্রী সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, এবারের ঈদযাত্রা অনেক স্বস্তির ছিল। ঈদের আগে বাড়িতে যাওয়ার সময় কোনো দুর্ভোগ হয়নি। এখন আবার ছুটি শেষে কোনো দুর্ভোগ ছাড়াই ফিরছি। তবে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে।
আরেক যাত্রী কুদ্দুস ফকির বলেন, খোকসায় গ্রামের বাড়িতে গিয়েছিলাম পরিবারের সঙ্গে ঈদ করতে। ঈদের ছুটি শেষে আবার কর্মস্থলে ফিরছি। মহাসড়কে কোনো ভোগান্তি হয়নি। খুব সহজেই ঘাট পর্যন্ত এসেছি। এখন লঞ্চে পাটুরিয়া ঘাটে যাবো। এবারের ঈদযাত্রা অনেক স্বস্তির ছিল।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের পরিচালক নূরুল আনোয়ার মিলন ঢাকা পোস্টকে বলেন, ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদের ছুটির আজ শেষ দিন। তাই সকাল থেকেই যাত্রীর চাপ বেড়েছে।
আরও পড়ুন
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা ঢাকা পোস্টকে বলেন, আমাদের নৌপুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য ঘাট এলাকায় কাজ করছে। আমরা যাত্রীদের সতর্কতা করছি। এ ছাড়া লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য বলেছি এবং যাত্রী ভরলেই দ্রুত লঞ্চ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি আইনের মধ্যে থেকে ঈদ-পরবর্তী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে। আমরা নৌপুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছি।
এদিকে ফেরি ঘাটেও রয়েছে যাত্রী ও যানবাহনের ভিড়। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ রয়েছে ঘাটে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে কোনো যানজট নেই। যানবাহনগুলো এসে সরাসরি ফেরিতে উঠে যেতে পারছে। ছুটির শেষ দিন হওয়ায় আজ কিছুটা চাপ রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে