নাটোরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত সমর্থকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত রওশন আলী (৬৫) নামে এক সমর্থক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৪ জুন) দুপুরে নাটোর সদর হাসপাতালে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার রাতে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর দেশপাড়া গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম এবং উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সমর্থকদের মধ্যে আধিপাত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে হাবিবুর রহমান (৪৫), রওশন আলী (৬৫), হাসেম আলী (৪৫), জিয়ারুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (২৭), বজলুর রহমান (৫০) ও সাদ প্রামাণিককে (৪৭) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, জোনাইলে জমি নিয়ে বিরোধের সংঘর্ষের ঘটনায় আজকে নাটোর সদর হাসপাতালে একজন মারা গেছেন। উভয় পক্ষই আওয়ামী লীগ সমর্থিত। নিহত রওশন আরিফুল ইসলামের সমর্থক বলে জানা গেছে। এই ঘটনায় উভয় পক্ষ থেকে শুক্রবার দুটি মামলা হয়েছে। শুক্রবার ফজলু নামের একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গোলাম রাব্বানী/এএমকে