ভালো নেই কাঙালিনী সুফিয়া, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

ভালো নেই লোক সংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া। অর্থকষ্টে দিন কাটছে তার। এ শিল্পীর সার্বিক খোঁজখবর ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম।
শনিবার (১৪ জুন) দুপুরে সাভার পৌরসভার জামসিং এলাকায় অসুস্থ কাঙালিনী সুফিয়ার ভাড়া বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা সেবায় সহযোগিতার কথা জানান বিএনপির ওই নেতা।
কাঙালিনী সুফিয়া বলেন, বাড়িতে দুই দিন ধরে গ্যাস (এলজিপি গ্যাস সিলিন্ডার) নেই। টাকার জন্য গ্যাসের সিলিন্ডার কিনতে পারি না। এখন বয়স হয়েছে, তাই গান গাওয়ার জন্য কেউ ডাকে না। আয়-রোজগার নাই। অনেক কষ্ট করে চলছি ।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লোকগানের শিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছি। আজকে তাকে আর্থিকভাবে কিছু সহায়তা করেছি।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লোটন আচার্য্য/আরএআর