পানছড়িতে আত্মগোপনে থাকা শ্রমিক লীগ নেতা হুমায়ুন আটক

খাগড়াছড়ির দুর্গম পার্বত্য উপজেলা পানছড়িতে আত্মগোপনে থাকা চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটর চালক শ্রমিক লীগের অর্থ সম্পাদক মো. হুমায়ুন কবিরকে আটক করেছে স্থানীয় জনসাধারণ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (১৪ জুন) সকালে পানছড়ি বাজার এলাকায় থেকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর হুমায়ুন কবির গা ঢাকা দেন। এরপর তিনি আশ্রয় নেন তার ভাগিনা, পানছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (পদ স্থগিত) মান্নানের বাসায়। সেখানে তিনি বেশ কিছুদিন ধরেই আত্মগোপনে ছিলেন।
অভিযোগ রয়েছে, হুমায়ুন কবির গোপনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতার সঙ্গে যোগাযোগ করে পানছড়ি উপজেলাকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে শনাক্ত করে পুলিশের সহায়তায় আটক করেন।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হুমায়ুন কবিরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হুমায়ুন কবিরের স্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেত্রী। বর্তমানে হুমায়ুন কবির খাগড়াছড়ি জেলা কারাগারে আটক রয়েছেন।
মোহাম্মদ শাহজাহান/আরকে