সাড়ে ৩ ঘণ্টা পর ছাড়ল কক্সবাজার এক্সপ্রেস

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে আটকা ছিল। পরে বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
এর আগে, রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ে। ট্রেনটিতে ২৩টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী আছে বলে জানায় রেলওয়ে কতৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী।
আরও পড়ুন
তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে আটকা ছিল। পরে বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা করে। ট্রেনটিতে ২৩টি বগি রয়েছে এবং ৮ শতাধিক যাত্রী আছে।
সাইদুল ফরহাদ/এএমকে