১৮ দিন পর মালয়েশিয়ায় ছুরিকাঘাতে নিহত রমজানের দাফন সম্পন্ন

মালয়েশিয়ার পোর্ট কেলাং এলাকায় চাকরিরত রমজানকে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত রমজানের ১৮ দিন পর জানাজা শেষে মাগুরার মহম্মদপুরে তার নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ জুন) উপজেলার পূর্ব নারায়ণপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুর রাজ্জাকের ছেলে মালয়েশিয়া প্রবাসী রমজান হোসেনের মরদেহ মঙ্গলবার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। মরদেহ গ্রহণ করেন তার বড় ভাই রিপন মোল্যা। পরে মরদেহ বাড়িতে এনে বুধবার পূর্ব নারায়ণপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন করা হয়।
রমজানের বড় ভাই রিপন হোসেন বলেন, সামান্য বিষয় নিয়ে পরিকল্পিতভাবে আমার ছোট ভাই রমজানকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করছি।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, বিষয়টি জানতে পেরে রমজানের মরদেহ দেশে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
প্রসঙ্গত, ৪ জুন শুক্রবার রাত সাড়ে ৮টায় মালয়েশিয়ার পোর্ট কেলাং এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে রমজানকে হত্যা করা হয়। মালয়েশিয়া পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেন। মঙ্গলবার রমজানের মরদেহ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
তাছিন জামান/আরকে