ছুটিতে দেশে আসা ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মো হাবিবুল্লাহ (৪৬) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) দুপুরে চরফারদী ইউনিয়নের গাংধোয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ গাংধোয়ারচর গ্রামের মৃত শামছউদ্দিনের ছেলে। তিনি ইতালির সিসিলে থাকতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে এলাকায় শিশুদের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনাটি মীমাংসার চেষ্টা চালান হাবিবুল্লাহ। কিন্তু সমাধান হয়নি। আজ দুপুরে স্থানীয় হেলাল, মুখলেছসহ ৪-৫ জন যুবক দেশীয় অস্ত্র, রড এবং পাইপ নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/আরএআর