টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের পাশে ইউএনও

নোয়াখালীর সুবর্ণচরে টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা।
শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থের চেক, টিন এবং শুকনো খাবার তুলে দেন ইউএনও।
এর আগে, সম্প্রতি একটি আকস্মিক টর্নেডোর আঘাতে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে ৫-৬টি বসতঘর ধসে পড়ে এবং বড় বড় গাছ উপড়ে গিয়ে ঘরবাড়ির ওপর পড়ায় স্থানীয় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে। এই দুর্যোগপূর্ণ সময়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং সহযোগিতা এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুবর্ণচরের ক্ষতিগ্রস্ত বাসিন্দা নুর নবী ঢাকা পোস্টকে বলেন, এমন ঝড় আগে দেখিনি। ঝড়টা এত দ্রুত এসেছিল যে কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরের ওপর বড় গাছ পড়ে গেল। আমরা কোনোমতে প্রাণ নিয়ে বের হতে পেরেছি। প্রশাসনের সহযোগিতা আমাদের আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। ইউএনও স্যারকে ধন্যবাদ।
সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে আমরা প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি এবং ভবিষ্যতেও এই পরিবারগুলোর পাশে থাকব। আশা করি এই সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। এসময় সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরকে