বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৪

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাবেয়া নামে শতবর্ষী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের মাইঠা নামক এলাকার বাসিন্দা ছিলেন।
রোববার (২২ জুন) বিকেল ৫টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ বছর বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে জ্বরে আক্রান্ত শতবর্ষী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
মৃত রাবেয়ার ছেলের স্ত্রী মনোয়ারা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমার শাশুড়ি আমার সঙ্গেই থাকতেন। গতকাল সকালেও তিনি স্বাভাবিক ছিলেন। দুপুরে খাবার খাওনোর জন্য ডাকতে গিয়ে তাকে অবচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাত দিয়ে দেখি তার গয়ে প্রচন্ড জ্বর। এরপর আজ সকালে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বার্ধক্যজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, বরগুনায় মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গু। বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬২ জন। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১৮৪ জন। এ বছর এখন পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।
আব্দুল আলীম/আরএআর